পীর হাবিবুর রহমান( ফেসবুক থেকে সংগৃহীত) প্রায় ছ’ দশক ধরে রাজনীতির পথ চলা স্তব্ধ হলো। জীবনাবসান হলো ভারতীয় রাজনীতির চাণক্য প্রণব মুখার্জির। জীবনের সীমানা ছাড়িয়ে অনন্তের পথে যাত্রা শুরু করলেন বাংলাদেশের পরম এ বন্ধু। রাজনীতির জীবনে নানা ঘাত-প্রতিঘাত দক্ষ হাতে মোকাবিলা করলেও এবার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অস্ত্রোপচার, তার ওপর করোনা সংক্রমণের জোড়া ধাক্কা সামলাতে পারলেন না তিনি। সোমবার (৩১ আগস্ট) বিকালে ৮৪ বছর বয়সে রাজধানী দিল্লির সেনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রণব মুখার্জির ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জি প্রথম টুইট করে বাবার মুত্যু সংবাদ জানান। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে সর্বমহলে। ভারতের এই প্রাজ্ঞ রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অবশেষে নিয়তির কাছে হার মেনে চলেই গেলেন। উপমহাদেশ হারালো একজন অভিজ্ঞ বর্ষীয়ান রাজনীতিবিদকে। বাংলাদেশ হারালো এক পরম বন্ধুকে।আমরা হারিয়েছি এক স্নেহশীল পণ্ডিত মানুষকে। তার আত্মার শান্তি কামনা করছি। বিনম্র শ্রদ্ধা তার স্মৃতির প্রতি।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn