পাকিস্তানের কাছে আর অস্ত্র বিক্রি করবে না বলে জানিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শইগু রাজধানী মস্কোতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে রাশিয়ার অস্ত্র বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরেই অসস্থির কথা জানিয়ে আসছিল ভারত। সম্প্রতি রাশিয়ায় সের্গেই শইগুর সঙ্গে বৈঠক করেন তার ভারতীয় সমকক্ষ রাজনাথ সিং। এ বৈঠকের পরই রাশিয়া জানিয়ে দেয়, তারা আর পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করবে না। এ খবর দিয়েছে দ্য ইকোনোমিক টাইমস। রাশিয়া জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকতে চায় তারা। একইসঙ্গে প্রতিরক্ষাক্ষেত্রে ভারত যে স্বয়ংসম্পুর্ন হতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প হাতে নিয়েছে তা  বাস্তবায়নে পুরোপুরি সাহায্য করবে রাশিয়া। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ঘন্টাব্যাপী নানা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন নিয়ে কথা বলেন শইগু। গুরুত্বপূর্ন মালাক্কা প্রণালীতেও শক্তিশালী অবস্থান নিচ্ছে ভারতীয় নৌবাহিনী। এ নিয়ে চীন একাধিকবার উদ্বেগ জানিয়েছে। তবে এবার সেখানেই রাশিয়ার সঙ্গে নৌমহড়া করবে ভারত। দুদিনব্যাপী এই নৌমহড়া এরইমধ্যে শুরু হয়ে গেছে। রাজনাথ সিং জানিয়েছেন, রাশিয়া ও ভারত উভয়ের অভিন্ন স্বার্থের কথা মাথায় রেখেই এই অঞ্চলে নৌমহড়া চালানো হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn