ছাতকে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির মুক্তির দাবিতে সভা
ছাতক : ছাতকে দুই গ্রামবাসীর মারামারিতে নিহত ইয়াকুব আলী হত্যা মামলায় আটক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উবায়দুর রউফ বাবলুর মুক্তির দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় ও সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান টুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ইমাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, বকুল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, গ্রাম্য মারামারির ঘটনায় পরিকল্পিতভাবে বিরোধীপক্ষের ইন্দনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সভায় নিরপরাধ বাবলুর মুক্তি এবং মামলা থেকে অব্যাহতির দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সামা রাসেল, আবু বকর, শাহ আবুল কাশেম হারুন, নজরুল ইসলাম নাইম, বকুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক ময়নুল হোসেন, রাসেল হোসেন, এনামুল হক। দপ্তর সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক সাজুর আলী, কৃষি বিষয়ক সম্পাদক সফিক মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হেলাল মাহমুদ, নোয়ারাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান দিলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিবুল হক, শামছুন্নুর শিমুল আহমদ প্রমুখ।