বার্তা ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে রফতানি বন্ধ করে ৪০০ ট্রাক পিয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত। এসব পিয়াজ টেন্ডার করা ছিল। বাংলাদেশে রফতানি করার জন্য পিয়াজের ট্রাকগুলো ভারতের মহদীপুর বন্দরে আনা হয়েছিল। জানা গেছে, চার শতাধিক ট্রাকের মধ্যে মাত্র ৮ ট্রাক পিয়াজ তারা সোনামসজিদ বন্দরে পাঠায়। এরপরই রফতানি বন্ধ করে দেয়। ওই ৮ ট্রাক পেঁয়াজের তিন ভাগের একভাগই পচা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আ. আওয়াল জানান, বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা পিয়াজ ভারত না দিয়েই ফিরিয়ে নিচ্ছে। মহদীপুর বন্দরে হাতেগোনা কয়েকটি ট্রাকে থাকা পিয়াজ নষ্ট হওয়ার ভয়ে স্থানীয় আড়ৎগুলোতে খালাস করা হলেও আটকে পড়া বাকি সব পিয়াজ বন্দর থেকে সরিয়ে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এতে করে এ বন্দর দিয়ে আর বাংলাদেশে পিয়াজ প্রবেশের সম্ভাবনা নেই।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn