সুনামগঞ্জ  :: টানাবৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চতুর্থ দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সৃষ্ট বন্যার পানি জেলার কযেকটি উপজেলা সড়কে উঠায় জেলা শহরের সাথে বিচ্ছিন্ন রয়েছে সড়ক পথের আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানিতে ১ হাজার জেক্টর আমন ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান। তিনি বলেন, শুক্রবার বিকেল ৩ টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে নদীর পানি হাওর এলাকায় প্রবেশ করে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।  আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।   

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn