বার্তা ডেক্সঃঃএমসি কলেজ ছাত্রবাসে গৃহবধুকে গণধর্ষণের মামলার অন্যতম আসামি রবিউল ইসলামকে হন্যে হয়ে খুঁজছে র‌্যাব পুলিশসহ আইনশৃংঙ্খলা বাহিনী। গতকাল শনিবার ভোর রাতে দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি এলাকার যুবলীগ নেতা আক্কাস মিয়ার বাসায় অভিযান চালায়। অভিযুক্ত রবিউলের স্বজন আক্কাস মিয়ার ছত্রছায়ায় থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯ এর এএসপি আবদুল্লার নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। এর আগে র‌্যাব ও পুলিশ তার গ্রামের বাড়িতে অভিযান চালায় । উপজেলা যুবলীগ নেতা আক্কাস মিয়া বলছেন, ‘র‌্যাব-এর এএসপি আবদুল্লার নেতৃত্বে র‌্যাব সদস্যরা আমার বাসায় এসেছিলেন। তারা রবিউলের বিষয়ে জানতে চান। আমি তাদের বলছি, ‘আমি ঠিকাদার মানুষ বছরে কয়েক কোটি টাকার কাজ করি, রবিউলের সাথে আমার কোন সম্পার্ক নেই ‘

স্থানীয় কিছু সুত্রে জানা গেছে, ‘ধর্ষক রবিউলের দাপটে ভীত সন্ত্রস্ত থাকতো গ্রামের লোকজনও। গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে করোনাকালীন সময়েও রবিউল প্রকাশ্যে গ্রামে অস্ত্রের মহড়া দিয়েছিল।  রবিউল ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও তার বাবা দেলোয়ার হোসেন স্থানীয় বিএনপির প্রথম সারির নেতা বলে জানা গেছে। তিনি নিজ ইউনিয়ন জগদল ওয়ার্ডরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত কিছুদিন আগে জগদল ইউনিয়নে ১৫ অগাস্টের শোক সভায় রবিউলের প্রভাবটা আরও স্পষ্ট হয়ে ওঠে । জানা যায়, ‘রবিউল শোক সভাটিতে প্রভাব খাটিয়ে মূল ধারার আওয়ামী লীগের ত্যাগী নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে বিতর্কিতদের নিয়ে সভা করে। এছাড়াও রবিউলের বিরুদ্ধে কলেজ ছাত্রাবাস ভাংচুরসহ চুরি ও চাদাবাজীর একাধীক মামলা রয়েছে । এলাকার একধিক সূত্রে জানা গেছে, রবিউল এলাকার ভিতরেই কোথাও আত্বগোপন করে থাকতে পারে। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন , তাকে ধরতে পুলিশ মাঠে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn