বার্তা ডেস্ক :: স্প্যানিশ কর কর্তৃপক্ষ কর ফাঁকি দেওয়াদের একটি কালোতালিকা তৈরি করেছে। সেই তালিকায় নেইমার আছেন শীর্ষস্থানে। স্প্যানিশ কর কর্তৃপক্ষের কালো-তালিকায় আছেন হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে নেইমারের বকেয়া করের পরিমাণই সবচেয়ে বেশি। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্প্যানিশ কর কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নেইমারের বকেয়া করের পরিমাণ ৩৪.৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি ৩৯ লাখ টাকা)। ব্রাজিলিয়ান তারকা নেইমার ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় ছিলেন। দল পাল্টানো বিশ্ব রেকর্ড গড়ে তিন বছর আগে পিএসজিতে যোগ দেন তিনি।  নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এই নতুন না। বার্সায় থাকতেই নেইমারের বিপক্ষে কর ফাঁকির অভিযোগ ওঠে। তা আদালত পর্যন্তও গড়ায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn