বার্তা ডেক্সঃঃ যুক্তরাজ্যে গিয়ে বৈধভাবে কাজের সুযোগ পাবে বাংলাদেশি চিকিৎসক, নার্স, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রোফিস্ট, স্পিস থেরাপিস্ট, অকোপেশনাল থেরাপিস্ট ও ভেটেনারি সায়েটিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। একটি ইংরেজি কোর্স এবং চিকিৎসকদের জন্য প্লাব টেস্ট সম্পন্ন করে এই সুযোগ নিতে আবেদন করতে হবে বলে জানা গেছে। আবেদন করতে হবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’র নিবন্ধিত প্রতিনিধি ফিউচার পারফেক্ট হেলথ প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রসঙ্গে ফিউচার পারফেক্ট হেলথ এর কোঅর্ডিনেটর (বাংলাদেশ অঞ্চল) যুক্তরাজ্য প্রবাসী গোলাম মোস্তফা বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইউকের একটি সরকারি সংস্থা। পাশাপাশি এটি যুক্তরাজ্যের সবচেয়ে বৃহত্তম চাকরিদাতা সংস্থা। এনএইচএস যুক্তরাজ্যে এর চাকুরে সংখ্যা ১ দশমিক ৫ মিলিয়ন এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চাকরিদাতা সংস্থা। তিনি বলেন, ইউরোপ থেকে ব্রিটেন বেরিয়ে আসার কারণ এবং অন্যান্য কারণে ব্রিটেনে স্বাস্থ্য সেবা খাতে প্রচুর জনবল প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে দক্ষ চিকিৎসক, নার্সসহ অন্যদের চাহিদা রয়েছে। দেশটির স্বাস্থ্যখাতে মোট ৮৪ হাজার পদে জনবলের স্বল্পতা রয়েছে।

ফিউচার পারফেক্ট হেলথ এর কোঅর্ডিনেটর আরো বলেন, যুক্তরাজ্যে জনবলের নানাবিধ স্বল্পতার কারণে ইউকে সরকার বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশসমূহ থেকে স্বাস্থ্য সেবায় বিভিন্ন পদের জন্য বিনাশর্তে চাকরি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ফিউচার পারফেক্ট হেলথ বাংলাদেশের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা ও অন্যান্য পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে আকর্ষণীয় বেতনে চাকরির নিশ্চয়তা দেবে। একই সঙ্গে বিভিন্ন পেশার ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে। এতে করে বাংলাদেশের স্বাস্থ্যখাতের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন পেশায় নিয়োজিতদের চাকরির ব্যবস্থা হবে। একইসঙ্গে তারা তাদের পরিবারকেও সেখানে নিয়ে যেতে পারবেন। ফলে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।-পূর্বপশ্চিমবিডি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn