দিরাইয়ে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সভা
দিরাই:: ‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিরাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও বিট অফিসার এটিএম জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, প্রভাষক রফিকুল ইসলাম, এসআই সজীব দত্ত, এএসআই মাহবুব, পৌর কাউন্সিলর কাউন্সিলর ইদন মিয়া, এবিএম মাসুদ প্রদীপ, বিউটি রায়, সোহেল চৌধুরী, সবুজ মিয়া, পংকজ পুরকায়স্থ অমর, সেতু চৌধুরী, মহিলা কাউন্সিলর খোশনামা বেগম দিরাই বাজার কমিটির কোষাধ্যক্ষ কামনাশীষ রায় প্রমুখ। সভাপতির বক্তব্যে ওসি আশরাফুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে নয়া আইন অনুমোদন করেছেন সরকার। সিলেট এমসি কলেজসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে পুলিশ। ধর্ষণ, নারী নির্যাতনসহ সবধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। অপরাধ রোধে পুলিশের পাশাপাশি জনসাধারণ কে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই ধর্ষণ, নারী নির্যাতনসহ অপরাধ নির্মুল সম্ভব হবে। একইদিনে উপজেলার ৯টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তাদের নেতৃত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।