তাহিরপুর :: তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বেড়িবাঁধ কেটে দেওয়ার প্রতিবাদে ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছে মাটিয়ান হাওর পাড়ের কৃষক জনতা। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর সদর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিয়ান হাওর পাড়ের বিভিন্ন গ্রামের কৃষক জনতা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারী হাওর পাড়ের কৃষকগন বিক্ষোভ মিছিলে সহকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ইজারাদারের বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করেন । অভিযোগ পেয়ে ইজারাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত মাটিয়ান হাওরের বোয়ালমারা বাঁধটি সরজমিন পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল । অভিযোগ সূত্রে জানা যায়, মাটিয়ান হাওরের ৫০ বছরের স্থায়ী বোয়ালমারা বেড়িবাঁধটির পূর্ব দিকে হারুনের কুড়ি নামে একটি জলমহাল রয়েছে। বাঁধের পশ্চিম দিকে রয়েছে মাদার ফিশারিজ টাঙ্গুয়া হাওর। বর্ষায় টাঙ্গুয়া হাওরের মাছ যাতে সহজে মাটিয়ান হাওরের হারুনের কুড়িতে প্রবেশ করতে পারে সে লক্ষ্যে রতনশ্রী গ্রামের ইজারাদার ইকবাল হোসেন ও সুনামগঞ্জ শহরস্থ দীপক ঘোষ সরকারি বেড়িবাঁধটি রাতের অন্ধকারে কেটে দেয়। এর পূর্বে উক্ত জলমহাল এর ইজারাদার তাদের বিলের পাহারাদার রতশ্রী গ্রামের সুহেল মিয়াকে বাঁধ কেটে দেয়ার জন্য ৫০ হাজার টাকা প্রস্তাব করলে সে তা প্রত্যাখ্যান করে স্থানীয় হাওরপারের কৃষকদের জানান।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মাটিয়ান হাওরের বোয়ালমারা বাঁধ কাটার বিষয়ে ইজারাদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেয়ে আমি সরজমিন পরিদর্শন করেছি, এটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবহান আখঞ্জি, মাটিয়ান হাওর পারের তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল খয়ের,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, উপজেলা আওয়ামী লীগ সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর রহমান তালুকদার, বড়দল গ্রামের কৃষক মোছায়েল আহমদ, সুজন তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হুসাইন শরীফ বিপ্লব প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn