দিরাই :: সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বিশ্বজিৎ রায় বিশ্ব ও বিএনপির দলীয় প্রার্থী ইকবাল হোসেন চৌধুরীসহ প্রতিদ্বন্দ্বিতা করতে ২ জন বিদ্রোহী ৬ জন স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪০ জন কাউন্সিলর প্রার্থী (সাধারণ) ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার। মনোনয়নপত্র জমাদানকারী বাকি মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত হাফিজ মাওলানা লোকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত অনন্ত মল্লিক, স্বতন্ত্র প্রার্থী শফিক মিয়া ও রশিদ মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক জানান, মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে মোট ৪০ জন প্রার্থীসহ সংরক্ষিত নারী কাউন্সিলর ১৩ জন প্রার্থী নিয়ে মোট ৬১ জন মনোনয়ন জমা দিয়েছে। প্রসঙ্গ, আমাগী ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn