সিলেট:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন র‍্যাংকিং টুর্নামেন্ট ২০২০-এ পুরুষ এককে বাংলাদেশ পুলিশের হয়ে খেলা সিলেটের কৃতি শাটলার গৌরব সিংহ চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে চিটাগাংয়ের সিবগাত উল্লাহকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন বর্তমান বাংলাদেশের র‍্যাংকিং-১ এ থাকা সিলেটের এই শাটলার। এর আগে তিনি সেমিফাইনালে সিলেটের আরেক শাটলার আবদুল হামিদ লোকমানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হন। রানারআপ হওয়া চিটাগাংয়ের সিবগাত উল্লাহ সেমিফাইনালে সরাসরি ২-০ সেটে হারান ন্যাশনাল চ্যাম্পিয়ন সিলেটের শাটলার সালমান খানকে।

এদিকে পুরুষ দ্বৈতের দুই ফাইনালিস্টই ছিলেন সিলেটের। বাংলাদেশ পুলিশের হয়ে খেলা সিলেটের মিজান-নাঈম জুটিকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলা সিলেটের রাহাত কবির খালেদ-সালমান খান জুটি।


উল্লেখ্য, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকার শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে সামার র‍্যাংকিং ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছিলো গত ২০ ডিসেম্বর। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) টুর্নামেন্টের গ্রান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহা. জাহিদ আহসান রাসেল এমপি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn