সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম নির্বাচিত হয়েছেন। সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফাওয়াদুল জাওয়াদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফাওয়াদুল জাওয়াদ ঘোষণাকালে তিনি জানান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৪০৯ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শেফু প্রতিদ্বন্দ্বিতা করলেও ১৮৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শেফু। অন্য দুই প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ১১২ ভোট এবং অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস ৬০ ভোট পান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমাদ সেলিম ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন এবং অন্য দুই প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ১১৮ ভোট ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদর উদ্দিন ৫১ ভোট পেয়েছেন। এছাড়া অ্যাডভোকেট মো. নানু মিয়া ২০৬ ভোট ও মুহাম্মদ আজিজুর রউফ ২৪২ ভোট পেয়ে সহ-সভাপতি, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী ২৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রমজান আলী ২১২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোহাম্মদ জমির উদ্দিন ২০৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মনজু মিয়া পাঠাগার সম্পাদক, অ্যাডভোকেট জিয়াউর রহমান সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক, অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন নবী, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহীদনূর রহমান নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn