বার্তা ডেস্ক :: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আলজাজিরার রিপোর্ট নিয়ে কিছু বলতে চাই না। কেননা এ বয়সে আমার জেলে যাওয়ার শখ নেই। এ ছাড়া বিলেতে থাকার ফলে ‘হাইকমোড’ ব্যবহারের অভ্যাস হয়েছে। এটা ছাড়া হয় না। আমার দুটো কিডনি নষ্ট, শারীরিক নানা জটিলতাও আছে।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সাউথ এশিয়ান স্টাডিজ : বাংলাদেশ’ আয়োজিত ‘সাম্প্রতিক কাশ্মীর পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি  নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হলে বাংলাদেশে মুক্তির আন্দোলন হবে না, সব আরব দেশ বাংলাদেশের বিপক্ষে যাবে। কিন্তু আমরা কখন কী করছি, তা এখন ইসরায়েলি যন্ত্রের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।সৌজন্যে : বিডিপ্রতিদিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn