আর কয়দিন পরেই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম আসরের ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৫ যুগের ১০ জন সেরা ক্রিকেটারকে স্থান দেওয়া হবে আইসিসির হল অব ফেমে। আজ বৃহস্পতিবার আইসিসি এই তথ্য জানিয়েছে। টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যাওয়া ১০ কিংবদন্তি এই তালিকায় স্থান পাবেন। হল অব ফেমে ইতিমধ্যে ৯৩ জন ক্রিকেটারের নাম আছে। ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন সেই তালিকায় যুক্ত হবেন আরও ১০ জন। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস বলেন, ‘আমাদের সৌভাগ্য যে ১০ জন কিংবদন্তিকে এক সঙ্গে হল অব ফেমে যুক্ত করতে পারছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনই তা করা হবে।’

অ্যালারডিক আরও বলেন, ‘ক্রিকেটের দীর্ঘ ইতিহাসকে উদযাপন করছি আমরা। সেই খেলার সেরাদের সম্মান জানানোর চেয়ে ভালো আর কী হতে পারে। তাদের কীর্তিগাঁথা সম্পর্কে জেনে আগামী প্রজন্ম আরও উদ্বুদ্ধ হবে।’ ক্রিকেটকে ৫টি যুগে ভাগ করা হয়েছে। ১৯১৮ সালের আগে আদিম ক্রিকেট যুগ। ১৯১৮ থেকে ১৯৪৫ পর্যন্ত যুদ্ধের সময় ক্রিকেট যুগ। ১৯৪৬ থেকে ১৯৭০ পর্যন্ত যুদ্ধ পরবর্তী যুগ। ১৯৭১ থেকে ১৯৯৫ পর্যন্ত ওয়ানডে যুগ। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত আধুনিক যুগ। ভোটের মাধ্যমে এই কিংবদন্তিদের বেছে নেওয়া হবে। সৌজন্যে : কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn