জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে আবারও বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত গত ২৫ এপ্রিলের এক নির্দেশে ইকবাল আহমদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ২০১৫ সালের ৫ জানুয়ারি নাশকতামূলক কাজে নির্দেশনা প্রদানের অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে। এ ব্যাপারে ইকবাল আহমদ বলেন, ‘যেসব অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে সবই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে অপসারণ করা হয়েছে।’ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ‘সাজানো অভিযোগ দায়ের’ করা হয়েছে। এ ব্যাপারে তিনি উচ্চ আদালতে যাবেন বলেও মন্তব্য করেছেন। ইকবাল আহমদ জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহŸায়ক। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে উচ্চ আদালত মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn