রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের ১৫ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক। ৮ মে সোমবার সকাল ৯টার দিকে তিনি পদত্যাগ করেন বলে সহকারী রেজিস্ট্রার মো. মোকলেছুর রহমান জানান। তিনি বলেন, ‘সকাল ৯টার একটু আগে রেজিস্ট্রার এন্তাজুল হক স্যার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ তবে পদত্যাগের কারণ বলতে পারেননি তিনি। এর আগে, ৭ মে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn