জেলার আদিতমারী উপজেলায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিড়ি শ্রমিকরা। বুধবার (১৭ মে) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকা থেকে বিড়ি শ্রমিকরা ঝাড়ু ও লাঠি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। এ বিষয়ে জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজার রহমান জানিয়েছেন, ‘দুই বছরের মধ্যে বিড়ি বিদায় করতে চাই’- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যের প্রতিবাদে বিড়ি শ্রমিক ও আকিজ কোম্পানীর স্থানীয় প্রতিনিধিরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তিনি আরো জানিয়েছেন, বিড়ি শিল্পের উপর কর বৃদ্ধির কারণে গ্রামীণ কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে। বিড়ি শিল্পের উপর কর আরোপ বন্ধ এবং অর্থমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি দেওয়া হয়েছে। স্বারকলিপি প্রাপ্তির বিষয় নিশ্চিত করে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেছেন, ‘আমার অফিসে ডাক ফাইলে এমন একটি স্বারকলিপি পেয়েছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn