বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন মারা গিয়েছিল তখন টেলিভিশনে প্রচার করা হয়েছিল, তিনি তার পরিবারের জন্য কিছুই রেখে যাননি, তাহলে কিভাবে খালেদার পরিবার এত সম্পত্তির মালিক হলো? শনিবার গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় এ প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপির মধ্যে কোনো মানবতাবোধ নাই। তাদের রাজনীতি হচ্ছে লুটে খাওয়ার। ক্ষমতায় থাকতে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। সেটা আমরা ভুলে যাইনি। তারা (বিএনপি) কোন প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চলতে দেয় নাই। সবক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি ছিল তাদের লক্ষ্য।’ বিএনপি তিন বার ক্ষমতায় ছিল জানিয়ে তারা দেশের উন্নতি করতে পারেনি কেন সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয় সেটাই সত্য এবং প্রমাণিত।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যায়। আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন, স্বাক্ষরতার হার বৃদ্ধি এবং খাদ্য উদ্বৃত্ত ছিলো। কিন্তু ২০০১ সালে তারা ক্ষমতায় থাকালীন সময়ে সবকিছুর উৎপাদন এবং স্বাক্ষরতার হার কমে যায়। বিএনপির নীতি হলো, ভিক্ষানীতি। বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে তাই এখানে খাদ্য উৎপাদন করবে না। মানুষকে ক্ষুধার্ত রাখবে। গরিব মানুষ দেখিয়ে বিদেশ থেকে সাহায্য এনে নিজেরাই খাবে। আর তাতে নিজেরাই আঙ্গুল ফুলে কলাগাছ হবে। ’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn