আপনি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ক্লান্ত, ক্ষুধার্ত? তবে চিন্তার কিছু নেই। এবার ফেসবুকেই মিলবে খাবার। সকলের জন্য এই সুবিধা চালু হয়নি। অল্পকিছু সংখ্যক ব্যক্তি এই সুবিধা পাচ্ছেন। ক্ষুধা লাগলেই ফেসবুকে খাবারের ফরমায়েশ দেয়া যাবে। খাবার পেতে এতো দিন বিভিন্ন অ্যাপস ব্যবহার করলেও সম্প্রতি ফেসবুক ‘অর্ডার ফুড’ নামে নতুন একটি অপশন চালু করেছে। এই অপশনটি বিভিন্ন রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী ওয়েবসাইটটির সঙ্গে সরাসরি যুক্ত। তবে এই ফিচারটির সারা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ উন্মুক্ত হবে সে সম্পর্কে ফেসবুক কিছু জানায়নি। টেক ক্র্যাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যামবার্গার আইকন যুক্ত এই ফিচারে মাধ্যমে ঘরে বসেই খাবার পেতে পারবেন। ফিচারটি ডেলিভারি ডটকম ও স্লাইস-এর সঙ্গে যুক্ত আছে। যারা খাবার সরবরাহ করে। এই প্রতিষ্ঠান দুইটির সঙ্গে গতবছরের অক্টোবরে ফেসবুকের চুক্তি হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn