দিনভর ভোগান্তি শেষে অবশেষে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার বিকাল ৪ টা পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করা হয়েছে। রোববার বিকালে সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিক মতবিনিময় সভায় আলোচনার পর এমন ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। তবে ওই সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এর আগে সকাল থেকে চলা অনিদিষ্টকালের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোর ৬ টা থেকে নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করছেন পরিবহন শ্রমিকরা। তাদের অবস্থানের কারণে সিলেট টার্মিনাল থেকে কোন দূরপাল্লার যান ছেড়ে যায়নি। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি’র ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn