সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমার নির্বাচনী এলাকা আগে অবহেলিত ছিল। কিন্তু এই এলাকায় এখন উন্নয়নের জোয়ার বইছে। কারণ জনগণের ভালবাসা পেতে হলে জনগণের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। অস্ত্র দেখিয়ে, পেশী শক্তি দেখিয়ে মানুষকে আতঙ্কে রাখা যায় কিন্তু মানুষের ভালবাসা অর্জন করা যায় না। আমি দলবল নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।
রোববার সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর-জয়নগর-নোয়াগাঁও-কান্দিগাঁও গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মিসবাহ এ কথাগুলো বলেন। কাঠইর ইউনিয়নের কামালবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, আব্দুল মোসাব্বির, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, ইউপি সদস্য আলদার আলী, সদর উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মেনর, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান, জয়নাল আবেদীন, মো. নজিবুল রহমান, মো. আকবর খাঁন, মাসুম আহমদ, রুহুল আমিন, নজরুল ইসলাম, হেলাল আহমদ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn