সিলেট বিভাগের চার জেলায় গত এক বছরে ২৪ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৩ জন ও শিশু ২টি। এ বিভাগে এইচআইভি ভাইরাস ও এইডসে আক্রান্ত ৮১০ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এইচআইভি ভাইরাসে আক্রান্ত ও এইডস রোগীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘আশার আলো সোসাইটি’ এ তথ্য প্রকাশ করেছে। আশার আলো সোসাইটি’র সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. সুমন মিয়া বলেন, ‘এপ্রিল ২০১৭ পর্যন্ত সিলেট বিভাগে ৮১০ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাঁদের শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩২০ জন। গত বছরের মে মাস থেকে এ বছর ১ মে পর্যন্ত ২৪ জন মারা গেছেন।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn