ম্যানচেস্টারে স্মরণকালের ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলার পর উৎকণ্ঠায় রয়েছে শহরটিতে বসবাসরত বাংলাদেশিরা। পুলিশ শহরটি জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এতে হয়রানির আশঙ্কায় বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্ণবাদী হামলার আশঙ্কাও রয়েছে তাদের। জানা গেছে, হামলাস্থলের মাইল খানেকের মধ্যেই প্রায় ৩০ হাজার বাংলাদেশির বসবাস। হামলার পর বাংলাদেশি-অধ্যুষিত এলাকা ফ্যালো ফিল্ডে পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে পুরো কমিউনিটিতেই আতঙ্ক বিরাজ করছে। এমন ঘটনার পর বিভিন্ন কমিউনিটিতে বর্ণবাদী হামলার আশঙ্কা থাকায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। এদিকে ব্রিটেনে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে। এর ফলে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতিকে যেকোনও সময়ের চেয়ে সংকটময় ও উদ্বেগজনক বলে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সোমবার  যুক্তরাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘ম্যানচেস্টার অ্যারিনায়’ এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহতম হামলার ঘটনাটি ঘটে। আত্মঘাতী এই বোমা হামলায় নিহত হয়েছেন ২২ জন। জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডির গান শুনতে প্রায ২১ হাজার দর্শক-শ্রোতা সেখানে জড়ো হয়েছিলেন। মঙ্গলবার ম্যানচেস্টার পুলিশ হামলাকারীর পরিচয় জানতে পেরেছে। ২২ বছর বয়সের ওই হামলাকারীর নাম সালমান আবেদি। তার বাবা-মা শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন। চার ভাইবোনের মধ্যে সালমান দক্ষিণ ম্যানচেস্টারে বড় হয়েছেন। সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ‘আইএস’ এ হামলার দায় স্বীকার করছে, তবে দাবির সপক্ষে কোনো বিস্তারিত তথ্য তারা দেয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn