কাফি কামাল –
বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কদিন আগেও টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের পক্ষে সর্বাধিক রান সংগ্রাহক তিনি। শ্রীলংকা সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চেয়ে মাত্র ৬ রানে পিছিয়ে পড়েছেন মারকুটে এ ব্যাটসম্যান। তবে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ওয়ান ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় নিউজিল্যান্ডের মার্টিন গাপতিল, ইংল্যান্ডের ইয়ান বেল ও অস্ট্রেলিয়ার মাইক হাসিকে টপকালেন তিনি। ৬৭ নম্বরে থেকে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি ওপেন করতে নেমেছিলেন এ বাঁহাতি। প্রথম বলে ছক্কা মেরেই খুলেছেন রানের খাতা। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ম্যাচের প্রথম বলে প্রথম ছক্কার রেকর্ড। তারপর নান্দনিক সব শর্টে এগিয়েছে তার রানের চাকা। আউট হয়েছেন ৬৫ রানে। কিন্তু তার আগেই ওয়ান ডে ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় গাপতিল (৫৪১৪), বেল (৫৪১৬) ও হাসিকে (৫৪৪২) পেছনে ফেলেছেন। ১৬৮ ম্যাচে ৫৩৮৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে থেমেছেন ৫৪৫০ রানে। তবে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় এখনও অনেক পেছনে তামিম ইকবাল। বর্তমানে তার রোল নম্বর ৬৩। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তার সামনে সুযোগ থাকছে ইংল্যান্ডের ইয়ান মর্গান, দক্ষিণ আফ্রিকার হ্যানসি ক্রনিয়ে ও ভারতের সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানদের টপকানোর। মাত্র ১১৮ রান করলেই তাদের টপকে ৫৯ নম্বরে উন্নিত করতে পারেন নিজের রোল। বর্তমানে ইয়ান মর্গান ও সুরেশ রায়না জাতীয় দলের নিয়মিত প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের সামনেও সুযোগ থাকছে এগিয়ে যাওয়ার। প্রথম পর্বের তিন ম্যাচে অন্তত ১১৫ রান করে হ্যানসি ক্রনিয়েকে পেছনের সুযোগ হাতের নাগালেই থাকছে তামিমের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn