ভারতে গরু ক্রয়-বিক্রয়ে নতুন বিধান
ভারতে যারা কসাই বলে খ্যাত বা যারা গরু কেনেন জবাই করার জন্য তাদের কাছে গরু বিক্রি নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ বছর মার্চে ভারতে শতকরা ৮৪ ভাগ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্ত এলাকায় গরু জবাই নিষিদ্ধ করা হয়। এসব এলাকায় শতকরা ৯৯.৩৮ ভাগ মানুষের বসবাস। এরপরও ভারতের পরিবেশ ও বন বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন একটি আইন জারি করেছে। এটি সেখানকার পশুর প্রতি নিষ্ঠুরতা বিরোধী আইনের অংশ। এতে বলা হয়েছে সারা ভাতের প্রকাশ্য বাজারে যেসব মানুষ গরু জবাই করে তাদের কাছে গরু বিক্রি নিষিদ্ধ। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, গবাদিপশু ব্যবসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রথম নিয়মনীতি জারি করা হয় মঙ্গলবার। এর অধীনে গবাদিপশু বিক্রি করা যাবে শুধু ওইসব ব্যক্তির কাছে যারা খামারি। এ নিয়মনীতির আওতায় থাকবে গাই গরু, বলদ, ষাঁড়, মহিষ, বাছুর, বকনা বাছুর ও উট। পশু রক্ষা বিষয়ক ১৯৬০ সালের আইনের অধীনে যেসব কমিটি রয়েছে তাদেরকে বলা হয়েছে নজর রাখতে। বলা হয়েছে, নজরদারি করুন, যাতে গবাদিপশুগুলো শুধু কৃষি কাজে ব্যবহার হয়। জবাইয়ের জন্য নয়। এ নির্দেশনা আগামী তিন মাসের মধ্যে কার্যকর হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে গবাদিপশুর ক্রেতা ও বিক্রেতা উভয়েরই পরিচয়পত্র থাকতে হবে। একটি গরু বিক্রি করলে ব্যবসায়ীকে ৫ কপি প্রমাণপত্র রাখতে হবে সঙ্গে। সেগুলো জমা দিতে হবে স্থানীয় রাজস্ব অফিস, স্থানীয় পশু চিকিৎসক, গবাদিপশু ক্রয়বিক্রয় কমিটি, এবং এক কপি করে ডকুমেন্ট রাখতে হবে ক্রেতা ও বিক্রেতার কাছে। পশু বিষয়ক সাবেক মন্ত্রী অনীল মাধব দেব গত সপ্তাহে মারা যাওয়ার আগে এ নিয়ম পাকাপোক্ত করে রেখে যান। উল্লেখ্য, এ বছর মার্চ থেকে শতকরা ৮৪ ভাগ রাজ্য ও ইউনিয়নভুক্ত এলাকায় গরু জবাই নিষিদ্ধ করা হয়।