অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন- অকাল বন্যায় আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি ও দুর্যোগ কাটিয়ে উঠতে আমরা জনগণের পাশে আছি। সেই সাথে আমাদের উন্নয়ন কাজও চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন- আমাদের সুনামগঞ্জে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয় ও একটি টেক্সটাইল ইনস্টিটিউটের কাগজ পত্রের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু টেন্ডার হয়ে অবকাঠামো নির্মাণ করার জন্য অপেক্ষা করতে হয়ে, তবে একটু সময় লাগবে বলেও জানান তিনি।

তিনি বলেন,“দেশে উন্নয়নের জোয়ার বইছে। ৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। এর সুফল আজ জনগণ পাচ্ছেন।” মন্ত্রী বলেন- আজ থেকে ১০-১৫ বছর আগে এ দেশ কি ছিল, এতো বিদ্যুৎ ছিল না, গ্রামে গ্রামে রাস্তা ছিল না, স্কুল-কলেজ-মাদ্রাসা এতো বেশি ছিল না। আমরা ক্ষমতায় আর পরে সেই অবহেলতি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে কাজ করেছি। আজ, প্রতিটি গ্রামে বিদ্যুৎ, স্কুল-মাদ্রাসা, রাস্তা নির্মাণ করে গ্রামীণ জনগোষ্ঠিকে উন্নত জীবনের নিশ্চয়তা নিশ্চিত করেছি।”

শনিবার (২৭ মে) সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র হলরুমে এনআইএনজি’র আয়োজনে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যগণের জন্য ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। মন্ত্রী আরও বলেন- আমার দেশের মানুষের জন্য ৫টি বিষয়কে প্রাধান্য দিচ্ছি। এগুলো হলো- বিদ্যুৎ, যোগাযোগ (রাস্তা), স্বাস্থ্য, কৃষি, শিক্ষা। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন- আমরা পরাধিন নই, আমরা স্বাধীন জাতি। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে এ দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর অর্জিত হয়েছে পৃথিবীর বুকে লাল-সবুজের পতাকা। বাঙালি জাতি বীরের জাতি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা পরিষদ সদস্য জহি রুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আল-আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn