পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ১নং বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। রায়ে এছাড়াও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন- হাসেম, রাজা ও বাদশা। এদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৯ মে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে ও পিপলস ইউনিভার্সিটির ছাত্র মিশুকে কাফরুল থেকে অপহরণ করে পাবনা নিয়ে যায় আসামিরা। এরপর তারা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৩ জুলাই কাফরুল থানায় মামলা দায়ের করেন মিশুর বাবা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn