সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন
জেলার দক্ষিণ সুরমার লাউয়াইয়ের ওমরকবুল গ্রামে শাহেদা বেগম (৩০) নামে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার রাজাপুর গ্রামের ওয়াজিত মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। বিকেল ৩টায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত রক্ত মাখা দা ও ছুরি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহত শাহেদা ও মনির সম্পর্কে খালাতো ভাই-বোন। ৮ বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। শাহেদা টেইলারিংয়ের কাজ করতেন। মনির ঘর জামাই হিসেবে স্ত্রী শাহেদার বাড়িতেই থাকতেন। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে পারিবারিক বিরোধ ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। সোমবার সেই বিরোধের জেরেই স্ত্রী শাহেদাকে কুপিয়ে হত্যা করেন মনির। সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মূসা জানান, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মনিরকে গ্রেফতারে অভিযান চলছে।