ছাতক পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ৬০কোটি, ১১লক্ষ, ৮৮হাজার, ১শ’ ৩০টাকার নতুন বাজেট ঘোষনা করেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৯কোটি, ৭৮লক্ষ, ৩হাজার, ৫শ’ ৮০টাকা। উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৩৩লক্ষ, ৮৪হাজার, ৫শ’ ৫০টাকা। বাজেট অধিবেশনে পৌর সচিব মাহমুদ আলম, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, ধন মিয়া, মহিলা কাউন্সিলর সামছুন্নাহার বেগম, মিলন রানী দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদিপ চন্দ্র রায়, হিসাব রক্ষন কর্মকর্তা এমদাদুল ইসলাম, হিসাব রক্ষক কুলসুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, কর্মচারী রতন দে, কল্যাণব্রত দাস, কেতকী রঞ্জন আচার্যী, শিক্ষক মানিক মিয়া লিটু, ফারুক মিয়া, স্থানীয় আব্দুস সাত্তার, শিমুল দত্ত ময়নাসহ সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে পৌরসভা কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn