এরশাদের প্রশংসা করলেন অর্থমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে একজন ‘সজ্জন’ ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৬ জুন মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টি বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্যে করেন তিনি।  মুহিত বলেন, ‘আমি জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম না। আমি ছিলাম এরশাদ সাহেবের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মন্ত্রী। তিনি যখন জাতীয় পার্টি গঠন করেন তখন আমাকে আন্তরিকতার সঙ্গে বিদায় দেওয়া হয়। এরশাদ সাহেব একজন সজ্জন মানুষ।’ তিনি বলেন, ‘আমি কখনো জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। এরশাদ সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেন তখন ঘোষণা করেন, আমি হলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমি এরশাদ সাহেবের সেই অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মন্ত্রী ছিলাম। আমি বলেছিলাম, এরশাদ সাহেব পার্টি করলে আমি চলে যাব। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ একজন সজ্জন ব্যক্তি।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘১৯৮৩ সালে এরশাদ সাহেব যখন আমাকে বললেন, আমি একটা পার্টি করব, আপনি থাকেন। আমি বললাম, আমার সিদ্ধান্তে আমি অটল, থাকতে পারব না। তখন তিনি আমাকে বললেন, ঠিক আছে আপনি যেতে পারেন। আমি পদত্যাগ করলাম। তখন আমাকে বলা হলো দল গঠনে আরও কিছুদিন দেরি হবে আপনি থাকেন। আমি থাকলাম। পরে ১৯৮৪ সালের ৮ জানুয়ারি আমাকে বিদায় দিলেন।’ এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি একমাত্র ব্যক্তি পদত্যাগ পত্র দিয়ে মন্ত্রিসভা থেকে পদ্যতাগ করেছি। তার আগে করেছিলেন তাজউদ্দিন আহমেদ।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর