সিলেটে লাগাতার বৃষ্টিতে জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে
শামীম আহমেদ-
সিলেট নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি তলিয়ে গেছে পানির নিচে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলে বুধবার দুপুর পর্যন্ত—। কখনও থেমে থেমে আর কখনও মুষলধারে বৃষ্টির ফলে নগরীর সড়কগুলোতে পানি হাটুর উপরে। অনেক বাসা-বাড়িতে পানি উঠতে দেখা যায়। এমনকি নিচু বাসাগুলোতেও পানি ঢুকে পড়ে। নগরীর বাসিন্দাদের চরম ভুগান্তিতে পড়তে হয়। মুষলধারে বৃষ্টির ফলে বুধবার এক পর্যায়ে নগরীতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভুগান্তিতে পড়ে যাত্রীগণ। দুরপাল্লা থেকে আগত যাত্রীরা সঠিক সময়ে পৌছতে পারেনি তাদের গন্তব্য স্থানে। ঈদকে সামনে রেখে ব্যস্ত নগরীর রাস্তাঘাটে যখন যানজট, তখন দুপুরে জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। এ অবস্থা সিলেটবাসীর জন্য নতুন কিছু নয়। সামান্য বৃষ্টি দিলেই জলাবদ্ধতা দেখা দেয় দেয় নগরীতে।
বুধবার ভোরের দিকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত ছিল সারা দিন। এতে নগরের জিন্দাবাজার, তাঁতীপাড়া, শাহজালাল উপশহর, সোনারপাড়া, ভাতালিয়া, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, জালালাবাদ আবাসিক এলাকা, কুয়ারপার, চারাদীঘিরপাড়, ঝর্ণারপাড়, চারাদিঘীর পাড়, খরাদিপাড়া, শিবগঞ্জ, হাওয়াপাড়া, বিলপাড়, শেখঘাট, কাজির বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বাসাবাড়ি এমনকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নালা উপচে পানি ঢুকে পড়ে।