ছাতক শিশু শ্রমিক নিহতের ঘটনায় সিমেন্ট ফ্যাক্টরীর ৩জন বরখাস্ত
হেলাল আহমদ-
ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর এক শিশু শ্রমিক নিহতের ঘটনায় ৩জন সাময়িক বরখাস্ত ও এক অস্থায়ী শ্রমিককে চাকুরীচ্যুত করেছে ফ্যাক্টরী কর্তৃপক্ষ। গত বুধবার থেকে ফ্যাক্টরীর উৎপাদন বিভাগের কর্মকর্তা মাসুম হোসেন, শ্রমিক আবু শামীমকে সুষ্ট তদারকি দায়িত্ব অবহেলার কারনে তাদের বরখাস্ত করা হয়। দূর্ঘটনায় নিহত শিশুর বিকৃত ছবি সামাজিক গণমাধ্যম ফেইসবুকে পোষ্ট করায় সিসিএফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাসকেও বরখাস্ত করা হয়। এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠানের বেল্ট সুপারভাইজার আতিকুর রহমানকে চাকুরীচ্যুত করা হয়েছে। বরখাস্ত হওয়া ৩জনকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২জুন বিকেলে ফ্যাক্টরীর সিমেন্ট পরিবহন কাজের কনভেয়ার বেল্টে আটকা পড়ে আফজাল হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশু শ্রমিক আফজাল ফ্যাক্টরীর নিরাপত্তা প্রহরী আব্দুল আওয়ালের পুত্র ও সমবায় সমিতি কর্তৃক নিয়োজিত অস্থায়ী শ্রমিকের কাজে নিয়োজিত ছিল।