হেলাল আহমদ-

ছাতকের ছোট-বড় হওরের ফসলহানিতে ব্যাপক প্রভাব পড়েছে ঈদ বাজারে। পাহাড়ি ঢলের কারনে প্রায় ৯০ ভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষি পরিবারে ফসল হারানো মানুষের আহাজারি থামছেই না। ফলে ছোট-বড় বিপনী বিতান ও শপিং কমপ্লেক্সের দোকান গুলোতে ব্যবসায়ীরা অনেকেই অলস সময় পার করছেন। ঈদের বাজার তো দূরের কথা অনেক কৃষি পরিবারে স্ত্রী-সন্তান নিয়ে দুমোটে খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় প্রায় সাড়ে ৩ লাখের বেশি লোকজনের বসবাস। শহর ঘুরে দেখা যায়, তাহিরপ্লাজা, মনিকা প্ল¬াজা, চৌধরী কমপ্লে¬ক্স, দেওয়ান কমপ্লে¬ক্স, মেহতাজ শপিং মলসহ বিভিন্ন বিপনী বিতানগুলো অধিকাংশ ক্রেতার ভীড় নেই। মাঝে মধ্যে কিছু কাপড়-চোপড় বিক্রি হলেও ঈদ বাজার জমেনি। ফলে অধিকাংশ স্থানীয় ব্যবসায়ীরা হতাশায় পড়েছেন। অন্য বছর গুলোতে রোজার প্রথম সপ্তাহ পার হলেই বিশেষ করে কাপড়ের দোকান গুলোতে কেনাকাটার একটা ধুম পড়ে যায়। কিন্তু এবারে পুরো ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। কৃষক, নিম্নবৃত্তি ও ছোট-ছোট ব্যবসায়ীদের কেনা-কাটার আগ্রহ থাকলেও নেই সামর্থ্য।

উপজেলার চরমহল্লা ইউপির কৃষক হাসিম আলী জানান, “ভাই আমরা তো বোরো ফসলের উপর নির্ভরশীল। ধান বিক্রি কইরাতো ঈদের কিনাকাটা করি’ ইবার আমরার ধানও নাই, ঈদেও কিনাকাটাও নাই।” শহরের একাধিক কাপড় ব্যবসায়ী জানান, ঈদের বাজারে অবস্থা ভালো নয়। বছরে ঈদুল ফিতরে আমাদের বিক্রির বড় লক্ষ্যমাত্রা থাকে। কিন্তু অন্য বছরের তুলনায় এবার বিক্রি কম হওয়ায় আমরা দুশ্চিন্তায় রয়েছি।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn