জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরন হলো
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন এক পত্রের মাধ্যমে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়টি সরকারিকরণ করার বিষয়টি অবগত করেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব স্বাক্ষরিত ওই পত্রটি পেয়েছেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে ওই চিঠিতে বলা হয়েছে, ওই বিদ্যালয়ে বর্তমানে কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না। জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বিদ্যালয় সরকারিকরণের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমাদের বিদ্যালয়টি সরকারিকরণের জন্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের দাবি কার্যকর হয়েছে, বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। উল্লেখ্য, ১৯৫০ সালে জামালগঞ্জ উপজেলা সদরে সুরমা নদীর পশ্চিম তীরে প্রতিষ্ঠা করা হয় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১৩২৭ জন, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর সংখ্যা ২৬ জন।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ও সকল ছাত্র-ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম শামীমসহ পরিচালনা কমিটির সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।