ভারতীয়দের আচরণে ক্ষুব্ধ মাহি যা বললেন
ভারতীয়রা কথায় কথায় বাংলাদেশকে ছোট করে। সম্প্রতি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে। যুক্তরাজ্যে যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই শুধু আমার’-এর শুটিং করতে গিয়ে ভারতীয় কয়েকজন সহকর্মীর থেকে এমন আচরণের মুখোমুখি হয়েছেন মাহি। এতে ব্যাপক ক্ষুব্ধও হয়েছেন নায়িকা মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে মাহি তার এই ক্ষোভের কথা জানান।
মাহির ফেসবুক থেকেমাহি তার ফেসবুকে নিজের কষ্টের কথা উল্লেখ করে লিখেছেন, ‘পারলে আমাকে ক্ষমা করে দিও, মা (বাংলাদেশ)। আমি এমন কিছু ভারতীয় (সবাই না, শুধুমাত্র গুটি কয়েক) দের সঙ্গে কাজ করছি, যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়। কিন্তু বিশ্বাস করো, আমি এবং আমার মতো আরও কয়েকজন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারও হবে না। কোনো দিন না। তুমি (বাংলাদেশ) আর “মা” থাকবে মাথার ওপরে। কারণ তোমরা দুজনেই আমার “মা”।’ ৩ জুন ‘তুই শুধু আমার’ সিনেমার শুটিং করতে যুক্তরাজ্যে যান মাহি। ওই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন টালিউডের সোহম ও ওম। এটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন।
মাহির ফেসবুক থেকেমাহি তার ফেসবুকে নিজের কষ্টের কথা উল্লেখ করে লিখেছেন, ‘পারলে আমাকে ক্ষমা করে দিও, মা (বাংলাদেশ)। আমি এমন কিছু ভারতীয় (সবাই না, শুধুমাত্র গুটি কয়েক) দের সঙ্গে কাজ করছি, যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়। কিন্তু বিশ্বাস করো, আমি এবং আমার মতো আরও কয়েকজন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারও হবে না। কোনো দিন না। তুমি (বাংলাদেশ) আর “মা” থাকবে মাথার ওপরে। কারণ তোমরা দুজনেই আমার “মা”।’ ৩ জুন ‘তুই শুধু আমার’ সিনেমার শুটিং করতে যুক্তরাজ্যে যান মাহি। ওই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন টালিউডের সোহম ও ওম। এটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন।