০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী পরিবহন ধর্মঘটে সিলেটেও যাত্রী ভোগান্তি

রিপোর্টার
  • সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩৮ ভিউ
নিজস্ব প্রতিবেদক :: বাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সড়ক দুর্ঘটনার মামলায় এক চালকের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে দেশব্যাপী অনিদিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে সিলেটেও পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর থেকে সিলেট ছাড়েনি কোন দূরপাল্লার যান। এছাড়া অভ্যন্তরিন যান চলাচলও বন্ধ রয়েছে। এতে সিলেটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিশেষ করে সিলেটের বাহিরের যাত্রীদের অধিকাংশই দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কথা জানেন না।ফলে গাড়ি না পেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে তাদের।

এছাড়া সিলেটের পরিবহন শ্রমিকরা ভোর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। অসুস্থ রোগীরাও তাদের ধর্মঘটের ডাক থেকে ছাড় পাচেছন না। অনেক রোগীকে হেটেঁ হাসপাতালে যেতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট কর্মসূচি চলবে বলে রাজধানী ঢাকার একটি হোটেলে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১১টায় মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের যৌথ সভায় সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সন্ধ্যা ৭টায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব সংবাদ সম্মেলনে বিভাগীয় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও কেন্দ্রীয় কমিটি তা প্রত্যাখ্যান করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশব্যাপী পরিবহন ধর্মঘটে সিলেটেও যাত্রী ভোগান্তি

সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: বাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সড়ক দুর্ঘটনার মামলায় এক চালকের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে দেশব্যাপী অনিদিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে সিলেটেও পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর থেকে সিলেট ছাড়েনি কোন দূরপাল্লার যান। এছাড়া অভ্যন্তরিন যান চলাচলও বন্ধ রয়েছে। এতে সিলেটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিশেষ করে সিলেটের বাহিরের যাত্রীদের অধিকাংশই দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কথা জানেন না।ফলে গাড়ি না পেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে তাদের।

এছাড়া সিলেটের পরিবহন শ্রমিকরা ভোর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। অসুস্থ রোগীরাও তাদের ধর্মঘটের ডাক থেকে ছাড় পাচেছন না। অনেক রোগীকে হেটেঁ হাসপাতালে যেতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট কর্মসূচি চলবে বলে রাজধানী ঢাকার একটি হোটেলে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১১টায় মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের যৌথ সভায় সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সন্ধ্যা ৭টায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব সংবাদ সম্মেলনে বিভাগীয় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও কেন্দ্রীয় কমিটি তা প্রত্যাখ্যান করে।