মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে এক আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ পরিবর্তনকে জানান, হাইকোর্টের নির্দেশের পর স্কুলগুলোতে এডহক কমিটি গঠন করে ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। কিন্তু ৬ মাস পার হলেও নতুন নির্বাচিত কমিটি গঠন না করায় আদালত ভিকারুননিসার এডহক কমিটির ৭ সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন।












