সিলেট :: সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে গত ২০, ২১ ও ২২ অক্টোবর কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমদের নেতৃত্বে প্রথমবারের মতো ৪ জন হৃদরোগীর বাইপাস সার্জারি (ওপেন হার্ট) সফলভাবে সম্পূর্ণ হয়। টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন সহযোগী সার্জন ডা. দেওয়ান ইফতেকার রাজা চৌধুরী এবং ডা. সুমন সিকদার। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর পূনরায় বাইপাস সার্জারি চালু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রফেসর ফারুক কর্তৃক পরীক্ষা নিরিক্ষার পর উক্ত ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়, সুস্থ হয়ে তারা যার যার গন্তব্যস্থলে ফিরে যান।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি প্রফেসর ডা. মো. আমিনুর রহমান লস্কর, পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ এবং হাসপাতালের সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn