সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে গায়েব হওয়া তিনটি গাড়ি চুরি হয়নি বলে দাবি করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। নতুন কেনা গাড়ি ও যন্ত্রপাতি রাখার জন্য কার্যালয়ের সামনের জায়গা খালি করতে গিয়ে পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা তিনটি গাড়ির অংশবিশেষ ডাম্পিং স্টেশনে রেখে এসেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার সিলেট সিটি করপোরেশনের নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা জানান। গায়েব হওয়া গাড়িগুলো বিকল ও ব্যবহার অনুপযোগী ছিল দাবি করে মেয়র আরিফ বলেন, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা-কর্মচারীরা এগুলো অন্যত্র সরিয়ে রাখার কথা ছিল। কিন্তু তারা তা না করে ডাম্পিং স্টেশনে ফেলে আসেন। এ ব্যাপারে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে দায়িত্বে অবহেলা বা গাফিলতির জন্য যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn