তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সুনামগঞ্জে শুটিং চলছে ‘পোড়ামন-২’ ছবির। সেখান থেকে ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদবসহ ৪ জনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে, এমন খবর ছড়িয়েছে শুক্রবার (১০ নভেম্বর) বিকালে।  খবরে জানা যায়, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করায় তাদের পুলিশ আটক করে। এমনকি তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় কিছু খবরে। তবে এসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন বাবা যাদব ও ‘পোড়ামন-২’ ছবির নির্মাতা রায়হান রাফি। শুক্রবার বিকালে হোটেল রুম থেকে ফেসবুক লাইভে এসে তারা ঘটনার বর্ণনা দেন। এ সময় রায়হান রাফি বলেন, সবাই জানেন যে, আমরা এখানে ‘পোড়ামন-২’ ছবির শুটিং করছি বেশ কিছু দিন ধরে। এই ছবির সবগুলো গানের কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। তো সেজন্য তিনি লোকেশন দেখতে এসেছেন এখানে। পরে স্থানীয় পুলিশ এসে জিজ্ঞেস করে, শুটিংয়ে ভারতের লোকজন কেন? তখন আমরা বিষয়টা বুঝিয়ে বলি এবং ব্যাপারটা সমাধান হয়ে যায়। কিন্তু এটাকে কিছু পত্রিকা ও নিউজ চ্যানেল অন্যভাবে উল্লেখ করে খবর প্রচার করছে। যেটা আসলে ঠিক নয়।এরপর বাবা যাদব বলেন, আমরা একটু আগেই ভরপেট খাওয়া-দাওয়া করেছি। বেশ ভালো আছি আমরা সবাই। কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ আমার প্রিয় জায়গা। আগেও এসেছি, আরও আসবো ভবিষ্যতে। এখানে কাজ করতেও আমার ভালো লাগে। সুতরাং আমার শুভাকাঙ্ক্ষীরা ওই খবরে ভুল বুঝবেন না। প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পোড়ামন-২’ ছবিতে অভিনয় করছেন নবাগত সিয়াম ও পূজা চেরি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn