দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে সেতুর কাজের মান নিয়ে ফেসবুকে মন্তব্য করায় দুই বারের নির্বাচিত ইউপি সদস্য রঞ্জিত সূত্রধরকে মসজিদে ঢুকে কোপানোর ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১ টা থেকে দুই ঘন্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জের পাগলা বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। এসময় যানচলাচল বন্ধ রেখে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা। মিছিল শেষে পাগলা বাজার পয়েন্টে এলাকাবাসীর সমাবেশ অনুষ্ঠিত হয়।  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রাকেশ রায়, সুনামগঞ্জ জেলা হিন্দু রৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি কাজল দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হেকিম, জেলা যুবদলের  আহ্বায়ক আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, উপজেলা সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্র তালুকদার, অ্যাড. রাধা কান্ত সূত্রধর, দিলীপ তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, ২ নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন, পাগলা বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জগন্নাথপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা জয়দ্বীপ বীরেন্দ্র ও  ডুংরিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ স¤পাদক দিলোয়ার হোসেন দিলু।
বক্তারা বলেন, ‘২৪ ঘন্টার মধ্যে এ বর্বোরোচিত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, নইলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’ উল্লেখ্য, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি সেতুর কাজের মান নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় ঠিকাদারের লোকজন পাগলা ইউপি সদস্য রনজিৎ সূত্রধরকে মঙ্গলবার বিকালে মসজিদে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে ঠিকাদার আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কুর লোকজন। উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য রনজিৎ সূত্রধরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn