ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের গত মৌসুমটি দেখতে হয়েছে দর্শক সারিতে বসে। ভাগ্যের নির্মম পরিহাস, এবারের আয়োজনেও থাকতে পারছেন না মাঠে। কথা হচ্ছিল বাংলাদেশের অন্যতম পেসার মোস্তাফিজের দুর্ভাগ্য নিয়ে। দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে ইনজুরিতে পড়া মোস্তাফিজকে অন্তত এক মাসের বিশ্রামে থাকতে হবে। বিপিএলের আসরের শেষের দিকে বিশ্রামের মেয়াদ শেষ হলেও মাঠে নামার রিস্ক নেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। যে কারণে মাঠে মোস্তাফিজকে ছাড়াই নামতে হবে রাজশাহী কিংসকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিসিবি চিকিৎসকের সঙ্গে দেখা করতে আসেন মোস্তাফিজ। এরপর বললেন, ‘কবে ফিরতে পারব জানি না। কারণ আরও দুই সপ্তাহ পর আমার রিহ্যাব শুরু হবে।’ প্রায় একই কথা বলেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষও, ‘আমরা ফিজিওথেরাপি দেয়া শুরু করেছি। প্রথম দিনে উন্নতি বেশ ভালো। ক্লিনিকালি উন্নতি হলেও স্ক্যান রিপোর্ট বলছে, এটা গ্রেড ২ ইনজুরি। তো আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব। সম্পূর্ণ ইনজুরিমুক্ত না হয়ে খেললে এ ইনজুরিতে আবার পড়তে পারে। এজন্য বিপিএল না খেলতেই পরামর্শ দিচ্ছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn