সিদ্দিকী নাজমুল আলম (ফেসবুক থেকে নেওয়া)
নিজে যতদিন দায়িত্ব পালন করেছি, ততদিন আমাদের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার বারান্দাতেই নিজেকে এবং সংগঠনকে রেখেছিলাম। টানাহেঁচড়া যে আমাদের নিয়ে হতো না, তা কিন্তু নয়। তবে দমে যেতাম না। আকড়ে ধরে থাকতাম আপাকে। আমার কোনো প্রভাব বর্তমান কমিটিতে নেই, তবে নতুন নেতৃত্ব যে কোনো ইউনিটে সৃষ্টি হলে একটা জিনিসই সবাইকে বলতাম- ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। যেমনটি আমার শেষ ভাষণে বলেছিলাম। সোহাগ জাকিরকেও দায়িত্ব অর্পণ করার সময় হাত ধরে বলেছিলাম, অনেক বাধা-বিপত্তি আসবে, সবসময় আপার বারান্দায় থেকো। আর চেয়ারটাকে বঙ্গবন্ধুর আমানত মেনে নিয়ে সুরক্ষিত এবং আলোকিত করে রেখো। এই শিক্ষাটা মেনে চলা মানে কিন্ত কেউ কারো লোক নয়। আর একটা কথা- এই পার্টিতে আমরা সবাই দেশরত্ন শেখ হাসিনার লোক। কেউ কারো ধারে না।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn