হিল্লোল পুরকায়স্থ-

দিরাই উপজেলায় দূর্গা পূজার আনুষ্ঠানিকতাকে সামনে রেখে নিপুন শিল্পীরা দেবী দূর্গার প্রতিমা বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলছে। শুধু তাই নয়, প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে মাকে বরণ করার চূড়ান্ত প্রস্তুতি। আসন্ন দূর্গা পূজার আর মাত্র ৪ দিন বাকী। সব মিলিয়ে হিন্দুধর্মালম্বীদের মনের মধ্যে এখন পূজার আমেজ বিরাজ করছে।দিরাই উপজেলার আশে পাশের গ্রাম গুলো ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণ শেষ করে কারিগররা এখন দেবীকে বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলছে। দিরাই  পৌরশহরে এ বছর  ৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবছর প্রথম বারের মত পৌরশহরের শ্রী শ্রী কালী মন্দিরে দূর্গা পূজা হচ্ছে।  ইতিমধ্যে কয়েকটি পূজা মন্ডপে প্রতিমা নির্মাণের সব ধরনের কাজ শেষ হয়েছে, সাজিয়ে তোলা হচ্ছে পূজা মন্ডপ গুলো। মৃৎশিল্পী জন্টু পাল বলেন, আমি এবছর ৫টি প্রতিমা তৈরীর কাজ নিয়েছি তার মধ্যে দুইটির কাজ মোটামুটি শেষ করেছি। তার মধ্যে সবচেয়ে ব্যয় বহূল প্রতিমাটি তৈরী করছি দিরাই মজলিশপুরে।

রাজানগর গ্রামের স্বপন কুমার দাস বলেন, আমাদের  পূজার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কল্যানী গ্রামের দিলীপ দাস জানান, আমাদের পূজা মন্ডপের কাজ প্রায় শেষের পথে। এদিকে প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে দিরাই উপজেলা প্রশাসন পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn