আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ে গেছে প্রায় ৪০টি ঘর। এসময় দগ্ধ হয়েছে মা ও শিশুসহ চারজন। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক, কাদের মহুরীর ও মতিন মোল্লার মালিকানাধীন তিনটি শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, কাদের মোল্লার শ্রমিক কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে। এসময় দগ্ধ হয়েছে নাসিমা বেগম ও তার ৮ মাসের শিশু ছেলে নাদিম। নাসিমার বড় বোন শান্তা ও শান্তার স্বামী মো. সোহেল। এরমধ্যে শান্তাকে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ও অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn