দিরাই ::  দিরাই পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত বিশ্বজিৎ রায় বিশ্ব (নৌকা) প্রতীক নিয়ে ১৫৩ ভোটে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।২৮ ডিসেম্বর রাতে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল মতে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাহার বানু, মিনতি রানী দাস ও মোছা. হেলেনা বেগম নির্বাচিত হয়েছেন।কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে আশরাফ আহমেদ, ২নং ওয়ার্ডে এবিএম মাসুম প্রদীপ (দ্বিতীয়বার), ৩নং ওয়ার্ডে রেজাউল করিম , ৪নং ওয়ার্ডে জুয়েল মিয়া, ৫নং ওয়ার্ডে রবীন্দ্র বৈষ্ণব, ৬নং ওয়ার্ডে পংকজ পুরকায়স্থ অমর (দ্বিতীয়বার), ৭নং ওয়ার্ডে লিটন রায়, ৮নং ওয়ার্ডে আবুল কাশেম, ৯নং ওয়ার্ডে লিয়াকত হোসেন।

দিরাই পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্র ছিল। এর মাঝে ৭ টি ভোট কেন্দ্রকে ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহ ৯ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে। দুই প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে ১০ জন পুলিশ সহ ১৪ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর(সাধারন) পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn