দিরাই-মদনপুর সড়কে ব্রীজ ভেঙ্গে যানচলাচল বন্ধ: জনদুর্ভোগ চরমে
দিরাই-মদনপুর সড়কের একটি বেইলি ব্রীজ ভেঙ্গে দিরাই, শাল্লা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাথে জেলা ও বিভাগীয় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অতিরিক্ত পন্য বোঝাই ট্রাক চলাচলের কারণে ব্রীজটি ভেঙ্গে পড়ে। রাস্তার উভয় পাশে আঠকে পড়েছে কয়েক শত যানবাহন। যে কারণে দূর্ভোগে পরেছেন কয়েক লক্ষ মানুষ।এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ বুধবার ভোররাতে দিরাই থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক দরগাহপুর নামক স্থানের বেইলি ব্রীজে উঠার সাথে সাথে ব্রীজটি ট্রাকসহ ভেঙ্গে পড়ে। ট্রাকচালক গাড়ী রেখেই পালিয়ে গেছে।সিলেট থেকে দিরাই আসার পথে দুর্ভোগে পড়েন দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার। তিনি বলেন- রাস্তার উভয় পাশে কয়েকশত যাত্রী ও মালবাহী গাড়ী আঠকে পড়েছে। রোগীসহ অনেক ছেলে-মেয়েরা সকাল বেলা খাল পারাপারসহ নানান দুর্ভোগে পড়ার দৃশ্য দেখেছি। দিরাই বাজার মহাজন সমিতির সিরাজুল ইসলাম তালুকদার দ্রুত ব্রীজটি মেরামতের দাবি জানিয়ে বলেন, বিলম্ব হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ অনেক কিছুরই দাম বেড়ে যাবে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুদ্দিন ইকবাল জানান- খবর পেয়ে সড়ক ও জনপথ জেলা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। তারা দ্রুত সড়ক যোগাযোগ সচল করতে কাজ শুরু করবেন।সড়ক ও জনপথ সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশুলী শফিকুল ইসলাম জানান- ট্রাকে অতিরিক্ত মালামাল বহনের কারণে ট্রাকসহ স্ট্রীলের বেইলী ব্রীজটি ট্রাকসহ ভেঙ্গে পড়েছে। আমাদের কাছে তা মেরামতের জন্য মালামাল রয়েছে। দ্রুত কাজ শুরু হবে। ৪-৫ দিনের মধ্যে সড়ক যোগাযোগ সচল করা যাবে।