দোয়ারাবাজারে ইফতারি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়ার ভাইসহ অপর এক যুবক। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যার পর উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোয়ারাই ব্রিজে এ ঘটনা ঘটে। জানা যায়- মঙ্গলবার সন্ধ্যার পর স্থানীয় দোহালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় আ’লীগের ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু’র বড় ভাই প্রতাবপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা নানু মিয়া (৫০) ও তারই শ্যালক কাওছার আহমদ (৩০)।  মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় গোয়ারাই ব্রিজে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাদের উপর অতর্কিত হামলায় চালায়। এসময় রাম দাসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে তারা দু’জনই মাটিতে লুটে পড়েন। পরে দুর্বৃত্তরা তাদের মৃত মনে করে পালিয়ে যায়। খবর পেয়ে  স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা বলেছেন- এটা রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে ঘটতে পারে বলেই তাদের ধারণা। বর্তমানে দু’জনই হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।  ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু জানিয়েছেন- ইফতার শেষে বাড়ি ফেরার পথে গোরেশ পুর গ্রামের সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে আহত করেছে। ওই ব্রিজে প্রতিদিনই ১৫-২০ জনের বখাটে ও সন্ত্রাসীরা মদ-গাঁজার আড্ডা বসায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাইকে প্রাণে মারার জন্য সন্ত্রাসীরা হামলা করেছে বলে আমার ধারণা। দোয়ারাবাজার থানার ওসি এনামুল বলেছেন- অভ্যন্তরীণ ও রাজনৈতিক কারণে এমন ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn