নিজেদের জন্য আলাদা শহর বানাচ্ছে ফেসবুক

সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে নিজেদের জন্য আলাদা শহর বানানোর ঘোষণা দিয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি ‘মিক্সড-ইউজ ভিলেজ’ নামের এই প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করে। ফেসবুক ২০১৫ সালে তাদের প্রধান কার্যালয় সংলগ্ন রাস্তার সঙ্গে যুক্ত ৫৬ একর জমি কিনে নেয়। আর এখানেই ১৬ লাখ বর্গফুটে ১৫০০ ইউনিট বাসস্থানের সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থাও থাকবে। আর অধিকাংশ বাসস্থানে ফেসবুক কর্মীরা থাকবেন। এছাড়াও ফেসবুক জানিয়েছে, এখানে ১২৫০০০ বর্গফুটের নতুন খুচরা দোকান থাকবে সঙ্গে মুদি দোকান, ফার্মেসি, ও অন্যান্য সম্প্রদায়মুখী দোকানও থাকবে।  অধিকাংশ বাসস্থান ফেসবুক কর্মীদের জন্য দেওয়া হলেও এই সেবা আরও বড় পরিসরেও দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে এই শহর বানাতে প্রায় এক দশক লেগে যাবে বলে মনে করেন এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি। সিটি অফ মেনলো পার্ক এই পরিকল্পনা এখনো অনুমোদন পাননি। তবে দুই বছরের মধ্যে এই প্রক্রিয়া অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেছে ফেসবুক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘পুতুল’ সরকার ক্ষমতায় না আসলে কোনো নির্বাচনই তাদের মতে ত্রুটিমুক্ত নয়: জয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘পুতুল’ সরকার ক্ষমতায় না আসলে কোনো নির্বাচনই তাদের মতে ত্রুটিমুক্ত নয়: জয়

সাদিকে নিয়ে মহিউদ্দিন আহমদের স্ট্যাটাস

সাদিকে নিয়ে মহিউদ্দিন আহমদের স্ট্যাটাস

তোকে মিস করি দোস্ত, ওপারে শান্তিতে থাকিস

তোকে মিস করি দোস্ত, ওপারে শান্তিতে থাকিস